_________[০২]
____________________________________________
ফেলা আসা পথ চলে গেছে দূরে_____
অকারণ বাড়েছে মোহ সৈকতে ।
পরতে পরতে ভিন্ন গল্পের_____
সোনালী সংযোজনেও মাতম চলে।


ডেকেছে দুঃখের বান স্বপ্ন বাসরে  _____
নিভৃত অন্তরালে কত তিমিরই না গেছে কেটে,
হয়ত বৃহস্পতির আগমনে 'রাখিনাই' মনে.!


একলা মন নিথর জলে এঁকেছে বিশ্ব_____
সুখপিয়াসীর খেলাভাঙার খেলা শেষে।
গেছে বয়ে বেলা,গোধূলি সন্ধ্যার আন্ধারে ___
হারানো শ্রাবণ সুর ক্রমেক্রমে ম্লাণ বাজে___
সুখের সুরে দুঃখের ঐশ্বয্য ঝড়ে পড়ে,
দাঁড়িয়ে থাকা মহাকালে____
দেখতে দেখতেই ফুরিয়েছি
এক একটি পাতা পাতাঝড়া শীতে।
দক্ষিণা বাতাসে যদি ফেরে_____
কোমলতা উতলা হৃদয় পুরে;
সেই আশে বাঁধিঘর দূর্বোধ্য কাঁজলে_____
শুল্কা নবমীর অগম জোছনা রহসে____
ওই দুটি কৃষ্ণ তারা তাই বুঝি চেয়ে থাকে,
মেঘমুক্ত আকাশের নক্ষত্রপানে______
জানিনা কেনো তারে ভালো লাগে.?
সকাল, দুপুর,বিকাল সাঁঝে_____
তবে আমিও বুঝি পড়েছি প্রেমে.!
হয়ত কিছুটা বেশি পৃথিবীর চেয়ে____
গড়তে নতুনভাবে নতুনত্ব হীন পুরনো জীবনে____
কৃষ্ণ দুটি নদীর সুখ পরশে।।
_____________________________________________
'মিনহাজ মিজান'
২৫/০৪/২০১৪ ইং