------------------------(০৬) ------------------
______________________________________________
তুমি যেদিন এ শহরে থাকবেনা ______
সেদিন এ শহরটি উত্তপ্ত হবে।
হয়ত কিছুটা কম্পিত হবে হৃদপিণ্ড গুলি____
আর্তনাদে শহরটা উম্মত হবে কখনই শান্ত হবেনা।


পুড়ে যাবে সকল সবুজ, কালচে হবে আকাশ_____
সরে আশা নক্ষত্রের আর্কষনে থাকবেনা দিনরাত,
মানুষগুলি কঙ্কালের মত ছুটে বেরাবে,
চিৎকারে ভেসে আসবে কান্না পাল্টেবে এ শহর।


যখন থাকবেনা তুমি, থাকবেনা খোলা চুলের নদী________
শুকিয়ে যাবে এ শহরের সমস্ত জল।
তবু হেঁটে যাবে পাশাপাশি দুটো জমাট ঢেউ.!
পুরনো অশ্বত্থ বৃক্ষে কখনই ডাকবেনা কোন পাখি।


বান্যেশ্বরী খোয়াড়িতে আচ্ছন্ন হবে সমাজ,
বিষশূণ্য নাগিনীর মত ফণা তুলবে সহস্র জীব,
অনুভূতির ঝর্ণা স্রোত বাঁধ ভাঙগে বুকের সমতলে_____
ঘূর্ণন তোরে চিৎকার করবে একটা কালো কুকুর।


তারপর কোন একদিন তুমি হয়ত ফিরবে____
বজ্রহতের মত স্তম্ভিত হয়ে কাঁদবে অজর কাল,
সমস্ত আঁকাশ কাঁদবে অপ্রাপ্তিরা যাবে মুছে _____
বিমোহিত সমাজ মুক্তির আস্বাদে রোশনাই ছড়াবে।
_______________________________________________
'মিনহাজ মিজান'
২৫/০৫/২০১৫ ইং