রঙিন আলোর বাহারে সেজেছে মেলা,
উত্‍ফুল্ল মানুষের ঠাসা ভিড়--
কেউবা ম্যাজিক-শো তে, কেউবা সুস্বাদু খাবারের দোকানে,
কেউবা সঙ্গীনির সাথে হেঁসে চলেছে আপন মনে।


সুন্দর এক পরিবেশ।
আসলে সুন্দর নয়--
কে যেন টানে আমায় পেছন থেকে!
অবাক হলাম পেছন ফিরে দেখে তাকে।


একটা ছেলে, বয়স কম,
চোখ দুটো ছোটো ছোটো, শুকনো মুখ।
ছেঁড়া ধূলিমলিন জামা তার গায়,
দু-হাত পেতে আমায় যেন কিছু চায়।


মাত্ৰ চারটে টাকা ছিল আমার পকেটে।
ওকে দিলাম আর ওর মাথায় হাত রাখলাম,
তারপর সে চলে গেল,
যেতে যেতে অনেকের কাছেই হাত পাতল।


দাঁড়িয়ে রইলাম নির্বাক হয়ে,
আর দেখলাম--
ভিড়ের অনেকে তাকে এড়িয়ে গেল
কিন্তু কেন? কীভাবে তার এমন অবস্থা হল?


ওর বাড়িতে কী কেউ নেই? ওর মা-বাবা?
আপন বলে কেউ নেই?
হয়তো সারাদিন সে লোকের কাছে হাত পেতে বেড়ায়,
আর রাতে ফুটপাথের পচা-বাসি খাবার খায়!


না, আমি একা পারি না।
কিন্তু আমরা পারব, হ্যাঁ আমরা পারব।
চলো না ওর পাশে গিয়ে দাঁড়াই
আর ওকে একটা নতুন জীবন দিই।