সাঁতার না জানা মানুষটাকে
নদীর তীক্ষ্ণ স্ৰোত থেকে বাঁচিয়ে
চলে যেও না-- দূরে, বহু দূরে।
চলে যেও না একা ফেলে--
আমি একাকীত্বকে ভয় করি।


আঁধারে ছিলেম যখন
তুমি এলে প্ৰদীপ হয়ে,
দিলে সব আঁধার মুছে।
এখন চলে যেও না
আমায় আঁধার করে।


কখনও চলে যেও না---
দূরে, বহু দূরে।
পাশে থেকো---
আমার সংক্ষিপ্ত সময়ের
শেষ মুহুর্ত অবধি॥