স্বাধীনতা
এ আবার কি জিনিস?
স্বাধীনতা মানে কি আমার কাজ হোক
আমার ইচ্ছায় ফিনিস?


তোমার বন্ধু স্বাধীনতা স্বাধীনতা আছে
প্রিয় নামে গান গাওয়ার;
তোমার বন্ধু স্বাধীনতা স্বাধীনতা আছে
আমাকে সহ্য না করার ।


তাই বলে তোমার স্বাধীনতা নেই
আমাকে সে গান শুনানোর
তাই বলে তোমার স্বাধীনতা নেই
আমাকে অসহ্য বলার ।


তোমার বন্ধু স্বাধীনতা স্বাধীনতা আছে
প্রান খুলে হাসার;
তোমার বন্ধু স্বাধীনতা স্বাধীনতা আছে
দুখের জলে ভাসার ।


তাই বলে তোমার স্বাধীনতা নেই
আমাকেও হবে হাসতে
তাই বলে তোমার স্বাধীনতা নেই
আমাকেও হবে ভাসতে ।


শুনাতে পার;বলিতে পার
হাসাতে বা ভাসাতে;
তবে তা যেন মরে জড়ায়ে না ধরে
আঘাতে আঘাতে ।


তুমি যদি হও দুপারের রাজা
সে না হয় নাই ভাবি
আমি না হয় হব রাতের চাদ
তুমি ভোরের রবি।


জোর করে যদি
আমারেও তুমি করিতে চাও রবি
সকলি যাবে কি বৃথা?
অসুন্দর হবে কি সবি?


তুমি এবার আমি হয়ে যাও
আমি হয়ে যাই তুমি
স্বাধীনতার খেলা দেখিতে থাকুক
দেখুক; আমার এ পুণ্যভূমি ।


স্বাধীনতার কথা বলে গেছে
সিরাজ, তিতু ও খুদিরাম;
স্বাধীনতার কথা এখনো আছে
পাশাপাশি ঘেসাঘেসি করে ডান ও বাম ।


স্বাধীনতার কথা বলে গেছে
সুভাস, ভাসানী ও মুজিব;
স্বাধীনতার কথা এখনো আছে
শত বাঙ্গালি প্রাণে সজীব ।


স্বাধীনতার কথা লিখে গেছে
মুকুন্দ, সুকান্ত ও নজরুল;
স্বাধীনতার কথা এখনো আছে
রবির সুরে বাংলা জুড়ে সকল ।


স্বাধীনতার কথা বলে গেছে
জীবনানন্দ,জসিম ও শামসুর;
স্বাধীনতার কথা এখনো আছে
হয়ে বাঙ্গালি শত কবির প্রাণের সুর ।

ক্লান্ত আজ বাঙ্গালিপনা
স্বাধীনতা স্বাধীনতা বলে
স্বাধীনতা আজো আছে বন্ধু
অন্য কারো দখলে।


স্বাধীনতা বলে চেচিয়ে চেচিয়ে
কাটায়ে সারা বেলা
দেখি, এতো স্বাধীনতা নয়
এযে স্বাধীনতা স্বাধীনতা খেলা।