বার বার বলছিলাম,
আস আস, যে ডাক শুনেনি কেহ;
বুঝেছে সবাই(তীব্র তপ্তদাহে) চেয়েছি তোকেই,
তাই যখন আসলে
দেহ জ্বালা রুধিবারে হে আগমনী,
জানায়ে দিলাম সবারে-
আলিঙ্গন করেছি তোমারে;
ভিতর শান্ত তোর আসাতেই-
ভিজে একাকার তো(মা) তেই
উদাস তনু বিলাতেই শান্ত বাহির - - সোজা গিয়ে ছাদে ;
জেনেছে সবাই, জানুক আকাশ ।


বহুক্ষণ পরে, বলি আস্তে করে
একাকি কোন হে জন,
আস্তে করে বলি, শুধু বৃষ্টিতে ভিজিনি,
ব্যস ।