অভিমান করে দূরে আর কত ?
অভিমান ভেঙ্গেছে, না না ভাঙ্গেনি ব্রত ।
তোমাকে ঠেলে দূরে আল পথে ভব্ঘুরে
ঘুরেছি কত সকালে-বিকালে; বহূ দূরে
গিয়ে ফিরে এসেছি ? ভাবলে কি করে ?
তোমাকে ছেড়ে কই যাব আমি ?
ছিলে প্রতি সন্ধায় কবিতার টেবিলে, নিশী-দিবাযামী
দেখেনি কেও, শুনেনি পংক্তিতে তারা
ভিতরে ভিতরে এত বেশি পুড়েছো আমাকে, হতচ্ছারা
আজ থেকে আবার গরম তেলে তোমায় ভেজে খাব আমার প্রিয় সিঙ্গারা।