আত্মজ সম প্রিয় এ জগতে নাই,
প্রানপণ করে তারে সাজাই আর গড়াই,
সকল আশা-ভালবাসায় তাদেরে সাজাই,
অনাকাংখিত শংকায় কেঁদে বুক ভাসাই,
ক্ষূদ্র ক্ষুদ্র সাফল্যে চিত্তসুখে পুলকিত হই,
ব্যার্থতা-বিষন্নতায় শান্তনার বাণী শোনাই।
.
যখন সে সন্তান বলে বুড়া,
তুমি সকল নষ্টের গোড়া,
হায়রে আমার কপাল পোড়া,
হৃদয়ের চিড় নাহি লয় জোড়া।।
.
পড়ন্ত বেলায়, প্রতিদ্বন্দ্বী হীন খেলায়,
হেরে যাই আপনার কাছে,
দু:খ করে লালন, নীরবে রক্ত-ক্ষরন
ভয় বদনাম হয় পাছে।।