হৃদয়ের ভেতরকার আকুতি হাহাকার,
আহবান  দুর্নিবার ছুয়ে যায় বার বার।
অবজ্ঞায় গ্রাহ্যহীন আর নির্বিকার
মৌন থাকে আনবার হেন সাধ্যকার?
.
এসো সখি ধর হাত,
শেখাও সেই ধারাপাত
করি প্রেমে বারিপাত,
মুদ সুখে আঁখিপাত।
.
বসন্তের নব পত্রে
লিখা রবে ছত্রে ছত্রে।
প্রেমের বারিধারায়
সিক্ত শিহরিত নেত্রে।
হেরে তব সেইরূপ,
সুখ ভুবন মোহিনী।
মম চিত আচ্ছাদিত,
বাজে বীণার রাগিনী।।

©কাজী / ফাগুন হাওয়ায় বেতাল