এই বঙ্গভূমে বিনয়ে সম্ভ্রমে 'মানুষ' সুদূর পরাহত?
সকলেই আছে 'হাম বড়া' ভাবে বিনয় ভুলুন্ঠিত।
এই ভুমে আগাছা সদৃশ অযত্নে বাড়িছে ধার্মিক।
নামাজি, হাজী, ওয়াজিও দেখি চরম অমানবিক।
টুপি দেখি, দাঁড়ি দেখি, তার মাঝে নেই মানুষ।
সবাই আজ বিকিয়ে বেড়ায় বেহেস্তের ফানুষ।
এহেন পরোপকারি কে কবে দেখেছে এই ভবে?
জাহান্নামী হয়েও অপরকে বেহেস্তে টেনে নেবে।
বোরকা ধারী দেখেছি তবে দেখিনি সতীত্বের কনা।
হোটেল, পার্ক, পর্যটন রিসোর্টে এদের আনাগোনা।
ইয়াবা, হেরোইন, অস্ত্র পাচারে বোরকা দুর্ভেদ্য বর্ম।
সতী সাধ্বী জান্নাতি হয় ব্যাবহারে খানিক ধর্ম।
সকল অনুচিত হয় সমুচিত 'ইসলাম' লাগালে তা'তে।
পশুতূল্য কুকর্ম করেও তাতে উঠা যায় জাতে।।
এভাবেই সর্বত্র দৃশ্যমান ধর্ম, আচরনে 'ধ' নেই।
কীটেরা নিচ্ছে চরম সুবিধা, নাচে খুসীতে ধেই ধেই।।


এ যেন এক উন্মাদের রাজ্য,  নেই বুদ্ধি বিবেক পূণ্যি
বিবেকবান এখানে ভীতসন্ত্রস্থ দশভুতে সে শাকচুন্নি।