হে মানব সন্তান !
তোরা হিন্দু হইলি, আবার.......
প্যাগান থেকে মুসলিম হইলি।
জাত মান বিসর্জন দিলি
কত মানবের রক্ত খাইলি
কর মানবীর অশ্রু ঝরাইলি
তবুও তোরা মানুষ হইলিনা।  
তোরাই আবার ইহুদী হলি
লক্ষ্যভ্রষ্টে খ্রীস্টান ও হইলি
পূর্ব পুরুষের মান খোয়াইলি
ভাই বেরাদারের জান খোয়াইলি
কতো রক্তের হোলি খেললি
তবুও তোরা মানুষ হইলিনা।
ধ্বংসের দ্বার রুদ্ধ করে
ফিরে আয় সভ্যতার ঘরে।
কোলাকুলি কর বিভেদ ভুলে
আমরা মানব এই সুর তুলে।
সকল বিভেদ নিপাত যাক
সাম্য - ভাতৃত্ববোধ মুক্তি পাক।


©কাজী/ ২৩ শে মে ২০১৯ ইং