প্রজাপতি প্রজাপতি,
ছড়াও রকমারী রঙের দ্যূতি।
আপন মনে ঘুরো বনে,
মুক্ত বিহঙ্গ রূপ নিয়ে স্তুতি।


কত প্রজা ধরে ধ্বজা,
ভেবে তোমায় পতি।
কেউ সফল কেউ বিফল,
খোয়ায় পায়ের চটি।


গাও আপন মনে রাগে রাগশ্রী,
শোভিত কুসুম বাগে সাজাও বনশ্রী।


কাননে তুমি নিশিথ সুপ্ত পুষ্পের প্রান।
প্রকৃতি গায় তখন তোমার জয়গান।।