জীবন সে তো বহতা নদী,
পশ্চাদ পানে তাকাই যদি
বয়ে চলে আপন তালে
চলে নিরবধি।
.
পথিমধ্যে কিবা আসে,
কিবা হারায় অনায়াসে,
কত জন কাঁদে হাসে।
নেই হিসেব অদ্যাবধি।
.
কোন পথে কোন বাটে,
কোন বাঁকে দাগ কাটে,
ভোগে অসীম অনুতাপে,
কিন্তু অসহায়।
.
ফেলে আসা পিছন পানে
উলটা পথে রথ টেনে
আনবার ফেরা নাহি যায়।
জীবন এখানেই অসহায়, নিরুপায়।।