শাশ্বত প্রেম
---------------------------


অ-দিনে রসালে ফোটেনা মুকুল,
অ-কালে তনুমনে ফোটেনা প্রেম-ফুল।
চৈত্রের খরতাপে নদী ও সতী।
চাইলেও পারেনা সে হতে ঋতূমতী।
হারালে আষাঢ়ের উন্মত্ত যৌবন,
আর কি ফিরে আসে প্রেমোচ্ছল মন?


বুঝিলে আকুতি লভিলে স্বীকৃতি
ভক্তি দ্বিগুনে বাড়ে,
প্রশান্ত মননে পরম ধ্যানে  ,
আত্মার বন্ধন জুড়ে।


কতোকাল!!!!
এ যেন এক মহাকাল, পাইনি তাকে হেথা।
অন্তর পুড়ে অনুক্ষন, বুকে হারানোর ব্যাথা।


স্মৃতির কমলে একান্ত নিরলে
দিলেম শ্রদ্ধাঞ্জলী।
প্রশান্তি নিমিত্তে প্রসন্ন চিত্তে
নাও পুষ্পাঞ্জলী।


সেইতো মোর স্বর্গ গো প্রিয় এইতো মোদের স্বর্গ।
জনমভর দিয়ে এসেছি ভালবাসার পায়ে অর্ঘ্য।