একের পর এক গগন থেকে ঝরে যাচ্ছে নক্ষত্র।
কাননে ঝরে পড়ছে সুরভিত সুশোভিত পুষ্প পত্র।
রাহুর কেতন উড়ছে গগন মাঝে ক্রমশ নিকষ কালো।
হায়েনার উল্লাশে গগন বিদারিত জয়ধ্বনি শুরু হল।
.
আশার প্রদীপ গুলো নিভে যাচ্ছে ধীরলয়ে।
কালের অন্ধরারে স্বদেশ মোর কেঁপে উঠে ভয়ে।
তবে কি এসেছে সেই ভয়াল হায়েনার রাজ?
মানুষের তরে বাস অযোগ্য এইস্বদেশ আজ।
.
জেনে নিও তোমরা,পারবেনা বাঁচতে মানুষের অন্তর্ধানে,
পাবেনা ভবে সুখের ঠাঁই, পাবেনা আলো গগন পানে
অতৃপ্ত মানবাত্মার ক্রন্দনে অভিশপ্ত আকাশ-বাতাস
তাড়িয়ে বেড়বে তোমায় প্রতি মহুর্তে, প্রতি ক্ষনে।
মানুষের তরে আজ তবু মানুষ কেঁদে যাচ্ছে অবিরত।
তোমার বিনাশে কাঁদার মানুষ ও পাবেনা খুঁজে শত।