যতটা জানার নিয়েছি জেনে
অকপট বলে নিয়েছি মেনে।
তোমার আছে জড়তা হীন বাক
সকলের মাঝে তা মুক্তি পাক।
বন্ধু মানেই তো অকপট কথামালা
হয়নি বলা কারো সাথে খোলা মেলা।
যায়না বলা আপন জনের সাথে
একমাত্র বন্ধুর কাছে সম্ভব অকপটে।।
কথা ছিল,  মনে আশা ছিল,
স্নানাহারান্তে আসিবে বলেছিল।
আমি জেগে রই, তার ই আশায়
কর্মক্লান্ত বিনিদ্র ব্যাকুল প্রতিক্ষায়।
সে আসিবে মোর হৃদয় ভাসিবে
অপার সুখে হাসিবে।
সে এসেছিল বটে, জানালার নিকটে
এক ঝলক বাতাসের মত
দিয়ে গেল ঘোর, হইলাম আশাহত।
আবার কবে দেখা হবে
সেই ভাবনায় উৎকন্ঠিত রবে
মোর অন্তর -------------------
কি বললে?  লেগেছে গোলমেলে?
যতক্ষন দেহে আছে প্রান মুখে আছে বোল
ততক্ষন বলব প্রানের কথা বাধুক যত গোল।