পুণ্যলোভে যবে করিব দান,
কোথায় থাকে আর মানুষ জ্ঞানে
সৃষ্টির সেরা, এই অভিমান?
মানুষ ই আসবে মানুষের তরে
নহে কোন দৈবশক্তি দৃষ্টির গোচরে।
পাপ-পূণ্য নহে কোন অপার্থিব বিষয়,
কর্মফলে প্রাপ্তিটা মিলে যায় সুনিশ্চয়।।


বিশ্বাসে যদি কারো প্রশান্তি যোগায়,
নেই তাতে খেদ, যদি অপরকে না ভোগায়।
তব বিশ্বাস কে আমার ততোক্ষন প্রণাম,
যতক্ষন অবিশ্বাসীর মত কে কর সন্মান।
যে বিধান দেয় শিক্ষা ঘৃণা-হিংসা-দ্বেষ,
পরিত্যাজ্য সে বিধান তাতে নেই ক্লেশ।
বিধানের নামে যদি করে জবরদস্তি,
সেই মত সেই বিধান নিপাতেই স্বস্তি।
করোনা মিছে মিছি লোভ আর ভয়,
দেশ আর মানব সেবায় প্রকৃত জয়।
মানব কল্যানের তরে এসেছে বিধান,
সবচেয়ে বড় জেনো মানবের প্রান।
আর নয় মানুষ মেরে ধর্মের প্রতিষ্ঠা,
এই সময় ধর্মজিবীদের দেখাও আরঙ্গুষ্ঠা।