আমি তো ভাই ভবঘুরে যাযাবর,
সবাইকে আমি করি আপন,
ভালবাসার বীজ করি বপন,
হয়না তবু আপন কেহ
রয়ে যায় সব পর।
আমি তো ভাই ভবঘুরে যাযাবর।।
.
হেসে খেলে ঘুরে বেড়াই,
চলার মাঝে ও পথ হারাই,
প্রকৃতির কাছে পথ খুজে পাই,
প্রকৃতির তরে জয়গান গাই।
সবুজ ছায়া করেছে আপন
ভাবেনি সে মোরে পর।
আমি তো ভাই ভবঘুরে যাযাবর।
.
মানুষকে নিয়ে দেখি স্বপন,
মানুষের তরে এই দেহমন,
তবুও সবাই দলে যায় মোরে
হয়ে যায় সব পর।
আমি তো ভাই ভবঘুরে যাযাবর।।