বর্ষ-বিদায় রাতে পেয়েছিল হাতে,
বাগানের সব ফুল।
প্রবল খুসীতে পারেনি লুকাতে
উচ্ছাস ব্যাকুল।
এত খুসী জীবনে কভু আসেনি কো আগে।
হয়েছিল সেরা ঐশ্বর্যবান হৃদয় অরুন রাগে।
দেখেছিল হেথা আশার ক্ষীণ আলো
ক্ষনপরেই সে রশ্মি আঁধারে মিলিয়ে গেল।
উঠেছিল বেজে, হৃদয় মাঝে সকরুন সুর।
প্রস্থানের ধ্বনি শুনিতে পেল বাজল পদ নুপুর।
বর্ষ বিদায়ের সাথে নিল বিদায় অন্তরের স্বপ্নসুখ।
নববর্ষে ফিরবে নব রঙ্গে আশায় বাঁধে বুক।