ছিল চেতনায়
সে যে অপেক্ষায়
মোর বার্তা পেতে।
.
মনে ছিল ভয়
না জানি নিরাস হয়
মোর ব্যস্ততাতে।
.
থাকতাম প্রতীক্ষায়
পরম আশায়
কখন আসবে বাতায়নে।
.
ভুলে আপনারে
দেখি বারে বারে
চমকিত নয়নে।
.
যত দিন ভ্রান্তিহীন
তুমি ছিলে মোর পাশে,
বারে বারে ফিরে
গেছি ধীরে ধীরে
কথা বলার আশে।
.
রাগ করোনা স্বপ্নদেবী
একটু খানি হাসো,
চাঁদ মুখের হাসি ভালবাসি
গগন জুড়ে এসো।
.
তব গুনে আপন মনে আপনি পুজি,
নিরাশ নয়নে আকাশ পানে তারা খুজি।
.
হৃদয়মাঝে আলোকোজ্জল সাজে
রয়েছে মুক্তার বাস,
আনাড়ি হাতের ভ্রষ্ট
পুজোয় হয়নি তুষ্ট
ভাগ্যের পরিহাস।
.
অন্তরের আমি বক্র মুখে করছে উপহাস
বড্ড বোকা তুই, দেবীর পানে প্রতিদান চাস।
.
যতকাল ফুটিবে ফুল পত্রপল্লবে ছাড়িবে নিশ্বাস,
ততকাল রবে অন্তরে মম এ যে মোর বিশ্বাস।।