বসে আছি তব পথ পানে চেয়ে অপলক,
কখন আসিবে প্রিয়া দেখব এক ঝলক।।
কখন সে একটু ভালবাসার বানী বর্ষাবে
শুনে মোর হিয়া বিগলিত নতজানু রবে।।
কবে সে রাখিবে মোর অধরে তর্জনীর ছোয়া,
এত সুখ সেত নয় যে ছেলের হাতের মোয়া
তবুও কল্পনায় সেই ছবি ভাবতে কি বা দোষ,
সপ্নমাঝে যে খুজে ফেরে নেই বাস্তবতার হুস।
ভীষন বেদনার মাঝেও কেবল স্মরি সেই মুখ,
যম যবে নিবে কেড়ে তখন ও চাই সে প্রিয় সুখ।।