ক্ষনকালের মোহবশে, এসেছিলে হৃদয় পাশে,
কিসে ছিলে মোহাবিষ্ট অজ্ঞাতই রয়ে গেছে।
পাথরকে করতে পারে তুমুল আকর্ষন।
কি ছিল কারন তার যা করল বিকর্ষন
কিভাবে কাটলো তোমার স্বপ্নের ঘোর,
হারালো চিরতরে হৃদয়ের জুটি মোর,
আমি হাতড়ে সেই শক্তি অহর্নিশি খুজি।
আকর্ষন-বিকর্ষনের হেতু পেলামনা বুঝি।
আমি যেমন ছিলাম তেমন আজো আছি।
কষ্মিনকালেও ছিলনা মোর আহামরি কিছু ।
সুখস্বপ্নে ছিলাম বিভোর লভিনু তব সান্নিধ্য ক্ষনকাল।
কৃতজ্ঞ চিত্ত মম, সুখসৃতি নিয়ে তব কেটে যাবে বহুকাল।
মানব জনম এতদিনের নয়, যতদিনের রসদ পেলাম।
ভাল থেকো সুখে থেকো,ঋনী আর কল্যান কামী হয়ে রইলাম।