সাগর কুলে ঝিকি মিকি
বালুকা গায়ে মাখি
হেটে চলেছি আনমনে
ধরে হাতে হাত মুক্ত গালিচায়।
নিঃশংক চিত্তে উড়ছি দিগন্তে
মুক্ত বলাকার বেশে।
দখিনা পবন ছুয়েছে বদন
অনুপম ভালবেসে।
সমুদ্রের জলরাশি করেছে রাশি রাশি
উষ্ণ সাদর সম্ভাষন।
ঝাউবন হেলে পড়ে আমায় ডেকে কহে
এসো বন্ধু গ্রহন কর আসন।
আচানক দেখি মোর আশে পাশে
সে যে আর নেই,
মরিচিকার মত মিলে গেছে
কয়েক নিমিষেই।
সহসা গগনে কালো মেঘে
গেল ছেয়ে নামল অন্ধকার,
হাঁকে দেয়া বিপুল বিক্রমে
করল কষাঘাত
অসীম ক্ষমতা তার।
মেনেছি নিয়তির কাছে হার
ফেরা হলনা যে আর।
সে যে ফিরে আর আসেনি
ধরতে মোর হাতখানি
আসিবেনা কভু সে উদ্দাম
উচ্চাসে করবেনা কানাকানি।