প্রথম দেখায় ভেবেছি মেকি,
দেখিয়েছি অবজ্ঞা আর অবহেলা।
যতই মিশেছি জেনেছি তাকে
সে যে ছাইচাপা অনুজ্জ্বল অগ্নিকুন্ড
যার বিকিরীত আলোকরশ্মি নেই,
তবু ভ্রমিয়েছে মম যুগল আঁখি।
হারিয়েছি স্বাভাবিক চক্ষুজ্যোতি।
সে যে কোটি সাধারনের ভীড়ে
অনন্য অসাধারনের প্রতীক।
অসম্ভব গুনে গুনান্বিতা
আজ আমার অন্তরের শুভমিতা।
এত সন্মোহনী শক্তি থাকতে পারে
কোন মানবীর ছিল অজ্ঞাত।
দেখিলাম অনুভবে সুন্দর সতত।
আসলে সত্যিকারের মানুষের
দেখা পেয়েছিলাম কালেভদ্রে কদাচিৎ
শুধুই বারে বারে নিরন্তর আশাহত।
আজ সে আর আমি দুজন হলেও
একিভুত একক সত্বায় নিবন্ধিত হই।
হৃদয়ের অদৃশ্য কাবিন নামার পাতায়
করেছি স্বাক্ষর হৃষ্টচিত্তে
জীবনের না হোক মরনের আর
পরজন্মের তরে রইব,
বাঁচব, মরব দুজন দুজনের তরে।।