এমন গিরিপথে ধরে হাত হাতে
পথ চলা সে কি মধুর স্বপ্নময়।
স্বপ্ন গুলো বাজে মনে প্রানে
নীরব ভাষায় কথা কয়।
আহ !!  সে কি মোহনীয় শান্তি আবেশ ময়।
স্বার্থক হয় প্রেম যদি সুখস্বপ্ন অপুর্ন ই রয়।
.
বিরহ মাঝে চিরতরুন সাজে
প্রেম থাকে অমলিন অক্ষয়।
মিলনে প্রেমের পুর্নতা আসে
আর আসে প্রেমের উচ্ছাসে ক্ষয়।
দিয়েছ যাহা গৃহীত হল পরমানন্দে
এই প্রাপ্তি নহে, প্রেমের অপমান
স্বার্থ ত্যাগের ছন্দে।।