সোনার কোকিল আজ বখিল,
ভুলে গিয়ে কুহুক রব।
ফিরে গেল আজ
ভুলে গিয়ে লাজ
আপন নীড়ে পৌছিল।
ফেলে শুন্য সোনার খাঁচা
করে নব জীবনের আশা
মাতে উল্লাসে উচ্ছল্যে
ঐ প্রানহীন দেহে নাচা।
লক্ষ্য বাঁচার জন্য বাঁচা।।