এই আকাশ সংস্কৃতির বায়বীয় জীবনে,
বিচিত্র মানুষ জুটে প্রতি ক্ষনে ক্ষনে।
হয় আলাপন খানিক হৃদ্যতা,
স্বার্থের ফেরে সেই মনেই ফের বৈরীতা।
নির্মলানন্দ পেতে চাই সুনির্মল হৃদয়,
সৌভাগ্যগুনে কদাচিৎ তার দেখা হয়।
কারো কাছে অস্পৃশ্য
কিংবা কারো নিস্পেষ্য।
কারো কাছে নগন্য,
কেউ বা ভাবে জঘন্য।
এহেন খরচৈত্রে শান্তির বারি হয়ে।
এলে তুমি করলে স্নাত তপ্ত এ হৃদয়ে।
ধন্য আমার এই অঙ্গনের এলেবেলে পথ চলা
সহস্র কুর্নিশ জানাই হে চিরসুন্দর নির্মলা।।