সাগরের প্রতীক্ষা- আশা, ব্যাকুল পিয়াস।
মিলনের উন্মত্ত ক্ষুধায় ব্যাঘ্র প্রতীক্ষায়,
কবে আসবে মোহনায়,
রতিসুখে মুদিবে আঁখি, নদীর মিষ্টি তরলে
ভরে উঠবে উন্মত্ত তৃষ্ণার্ত তপ্ত গর্ভাশয়।
ভীষন আনন্দে মুদিবে আঁখি তায়।
বদ্বীপ জন্মাবে তিল তিল আনন্দে,
ভালবাসার ফসলে ভরে উঠবে আপন বুক।
স্বার্থক হবে জাগতিক সৃষ্টিসুখ।
কিন্তু হায়!!
প্রতীক্ষার হলনা অবসান তার
পথ হারালো নদী, গেল পথ ভুলে,
কোন অনাহুত বাধা রুখে গেল পথ চলা,
গতি গেল থেমে,তাই যায়নি তাকে বলা।
আশার আলো জিইয়ে রেখে আবার প্রতীক্ষা,
বর্ষার আগমনের জন্য নিরন্তর অপেক্ষা।
ততোদিনে হিয়া তার
মেনে নিয়েছে হার।
আর কি আসবে সেই তীব্র উচ্ছাস?
মিলনের উন্মত্ত অদম্য পিয়াস?
কে জানে? এর ই নাম বুঝি নিয়তি,
এই লীলার অপর নাম প্রকৃতি।।