যে কথা রহিল মনে,
চেয়ে তব মুখপানে,
স্মৃতিসুখে উদ্বেলিত এ তনুমন।

মোর প্রাপ্তি যে অসীম,
তব কাছে বিশাল ঋণ,
কৃতজ্ঞচিত্তে স্মরি অনুক্ষন।

আদিতে অজ্ঞাত ছিলেম
গন্ডাদরে গুনেছিলেম
ছিলনা এতো শ্রদ্ধাভক্তি তায়।

আপন গুনে উদ্ভাসিলে,
স্বীয় ভার বুঝিয়ে দিলে,
না করে বিন্দুসম প্রতিবাদ, হায়!!

আজ ভেবে ভেবে সারা,
কি সুন্দর জ্বলেছে তারা,
মিটিমিটি থেকে উজ্জ্বল শুকতারা।

কত বিজ্ঞ শুভ্র শান্ত,
কে ই বা আদিতে জানতো,
সাধারনের ভীড়ে এক অনন্য ধ্রুবতারা।