হারিয়ে গেছ কত দূরে চোখ আড়ালে
আঁখিগোচরে স্বনমালা নয় আকালে।


আসন পেতেছ ভূতলে কিরণ জ্বেলে
বিরহে ধরা ওঠে কেঁদে নয়ন মেলে
বই নামে ওই ধরণি সৃজক তারে
প্রাণ বিলোপনেও নড়ো সুরভি ধারে
বুঝা যায় চববিশ জুনে স্মরণকালে।


সুবাসিত সুর লহরে বসুধা ভাসে
কাজের সারি আলোময়ে উজলে হাসে।


গীতিগুলো আজো মধুরে বাজতে থাকে
যুগ যুগ নিনীষা বুকে সুধার বাঁকে
কত গবেষণা চলছে কবিতা-গানে
আকাশের তারার মতো ঝলক প্রাণে
তিরোধানেও আছো জেগে অলুক ভালে।