বিধবা
-
নিশুতিতে ঝরে শুধু রুদিত অশ্রুসিক্ত নিয়তি
রঙিন কপাল পোড়ে ছাই হয়ে ওড়ে রুক্ষতায়
গর্জন করে স্তব্ধতা চাঁদ-তারা অভ্র আঙিনায়
কোলাহল ভেঙে পড়ে ক্লেশ জব্দে ব্যথিত সুরতি
সুখান্বেষী মোহময়ে বেদন পাখি ডানা নাড়ায়
নির্মদে তুরীয়ানন্দ সম্প্রসাদ তুফানে মিনতি।
-
ছেঁড়া-তারের বন্ধনে মানব বলে বিধবা মিয়া
আর্ত লহর নিবাসে নিস্তব্ধতা ফাটল নীরবে
ধুঁক-সাগরে সাঁতারু ঝটিকাহত ঢেউ সরবে
যন্ত্রণা ধ্রুপদী সঙ্গী উল্লাস ভাঙা অসহে হিয়া।
সঙ্গচ্যুত জ্বলুনিতে ক্ষুণ্ন-মনে বিধুরতা রবে
বিমর্ষিত ছায়াঘেরা কেউ ভাবে না যতিনী নিয়া।
-
সূর্য ছাড়া বসুধিতি অন্ধে ঢাকা জোছনা আকাশ
চাঁদ হাসে না অনন্তে নেই তো কেউ ভালোবাসার
কেউ দেখে না বিধুর একানিয়া লঘু হাহাকার
শোচিত মন সখেদে রুদ্ধশ্বাসে অন্তর্দাহে আশ।
ঝটিকাবহ দোলকে গহিন-গর্তে বিঘ্ন বিহার
অন্তর্জালের বেড়াতে ঐকল্য শানে জীবন্ত লাশ!