পূণ্যছানি রমজান
চক্রাকারে বর্ষ ঘুরে দিনে উপোস একটি মাস
নূতন শশী দর্শনে দৌড় ওঠে ছাদে উর্ধ্বপানে
হৃদয়দোল হরষে পাপ বিদূরে রোজার শানে
মুমিন অন্তর হাসে সুকৃতি আগমে বসবাস।
কৃপার দুয়ার খোলা এই মাসে অনাদির দানে
খাদ্য খায় সেহেরিতে শর্বরী জাগরণে নিশ্বাস।


এগারো মাসের পাপ মোচন করে শবেকদর
মহিমান্বিত রজনি মুক্ত থাকে করুণার দ্বার
দুহাত তুলে যাচনে ইলাহি কৃপা হয় উদার
আরশে পৌঁছায় হাঁক রুদিতশান পূত অন্তর।
বন্দেগি নিমগ্ন ঘোরে ছোঁয় রহমতের ভাণ্ডার
স্মরণ ঝুলে রসুলে দরুদ পাঠে খুঁজে কদর।


প্রার্থনা উপাস অন্তে ইদ দিনে নন্দির জোয়ার
সাধ্যমতো কেনাকাটা সবাই করে ইদের ক্ষণে
ফিতরাযাকাত পেয়ে পুলকে ভাসে দরিদ্র জনে
বিচিত্র রঙে মিষ্টান্ন ইদ দিবসে স্বাদে আহার।
ধনীগরিব সকলে এদিন থাকে আনন্দ মনে
নামাজ পড়ে একত্রে বসন পরা নানা বাহার।