আমি তোমার কাছে ঋনী মাগো
তোমার কাছে ঋণী'
     আমি জন্ম নিয়ে এই বাংলার বুকে
দিন কাটাই হরষে
     আমি তোমার কাছে ঋণী মাগো
তোমার কাছে ঋণী' ।।
    এই বুকের অই বহ্নিজ্বালা যেন
মিটাই তোমার পরশে
   আমি তোমার কাছে ঋণী মাগো
তোমার কাছে ঋণী' ।।
   বাংলার অই মাটি ও জলে
যেন মোর সুধা মিটে
   হাওয়ায় দোলে সবুজ ধানক্ষেত
ভরা শস্য আনে ডেকে
   আমি তোমার কাছে ঋণী মাগো
তোমার কাছে ঋণী '' ।।


ধন্যবাদন্তেঃ কাইয়ুম মোস্তাফিজ
          কবি ও সাহিত্যিক