মহাসমুদ্দের অশান্ত ঢেউয়ের মতই গর্জে ওঠে এক প্রতিবাদী নারী, বসনে জৌলুশহীন,রক্তচক্ষুতে যেন এক প্রতিবাদী কণ্ঠস্বর সূর্যের আলোর মতই জ্বলে ওঠে দিগন্ত জুড়ে
বিধবা কিবা সধবা সে যেই হোক যেখানে অন্যায় অত্যাচার নিপীড়ন সেখানেই তার স্পষ্ট প্রতিবাদ যার মুখে নেই স্নিগ্ধার হাসি,কিবা অটল প্রতিবাদের বিমূর্ত প্রতীক তিনি আর কেউ নন আমি বেগম রোকেয়ার কথাই বলছি-
যিনি নারী জাগরণের অগ্রদূত।