স্বপ্ন আছে,স্বপ্ন নেই
=============


স্বপ্ন আছে,স্বপ্ন নেই।
- কামরুল হেলাল
===============
কার্ণিশের জটিল জঠ‌রে তৃণ-ভ্রূণ বু‌নে ‌দেয় প্রকৃতির হাত
আদিম অদ‌ম্যে বে‌ড়ে উঠে কর্কশ রৌদ্র-ও‌মে,
তৃণবৃক্ষ ক্রমে উঠে দাঁড়ায় স্বপ্নের গ্রীবা তুলে
লিক‌লি‌কে জি‌বে ছোঁবে আকাশ  হয়তো কখনও ---
সম‌য়ের সাম্পা‌নে স্বপ্নের নেশা গাঢ় হয় বাতাসের আ্যল‌কোহ‌লে;


স্বপ্নেরও প্রাণ থা‌কে,‌বেঁ‌চে থা‌কে
প্রকৃ‌তির পি‌ঠে হেঁটে‌হেঁ‌টে
‌পার হয় শৈশব কৈ‌শোর……


স্বপ্নরা কার্ণ‌ি‌শে অশত্থের ডা‌লে দিব্যি বেঁচে থা‌কে;


ম‌া‌টির কৃ‌ত্তিম উর্ব‌র-উদর ফুঁ‌ড়ে বে‌র হয়
হাইব্রীড তৃণ-লতা,বৃক্ষ--
সুস্ফীত শরীরে দাঁড়ায় সটান,
সুডৌল স্বপ্নরা  মু‌ক্তির ফানু‌সে উড়ে নীল খোল‌সে,
প্রযুক্ত‌ি-প্রয‌ত্নে তৃণ-প্রাণ অনিচ্ছুক অনুক্ষণ
শাহরিক চেইনশ‌পে সব‌জির ক‌ফি‌নে কাঁ‌দে,


স্বপ্নরা থুব‌রে প‌ড়ে থা‌কে খামা‌রে
কীটনাশ‌কের গ‌ন্ধে।



কামরুল হেলাল ১৫/১২/২০১৯, ০০:১০ মি: