দূর দিগ‌ন্তে নীল আকাশ পা‌নে তারার হাতছা‌নি
মা‌ঝে মা‌ঝে উল্কা‌পি‌ণ্ডের বেদম ছু‌টোছু‌টি
ম‌নোমুগ্ধকর জোসনা রাতে চাঁ‌দের কিরণ
ভা‌লো লাগার এক ভীষণ মুহূর্তে তা‌কে অনুভব
সে তো এক কল্পকাহীনির বিরাট গল্পভাণ্ডার
ভা‌লো লাগার কত কথা, কত স্মৃ‌তি
মধুর ক‌ণ্ঠের বা‌ণী কর্ণগহব্ব‌রে আঘাত হা‌নে
ঘণ্টার পর ঘণ্টা অব্যক্ত সব কথা বলা
অব‌শে‌ষে নিঃশ্বেষ নি‌স্তেজ এবং ভাঙ‌ণের সুর
দুজ‌নের পথটাও আলাদা ভিন্ন ‌দিক বি‌দিক


ভা‌লো থাক তু‌মি অ‌নেক ভা‌লো
আ‌মিও ভা‌লো থাক‌তে চাই নীল আকাশ নি‌য়ে।