ক্ষ‌ণি‌কের হা‌সিমাখা বদনখা‌নির মা‌ঝে ‌ঘোর অন্ধকার
কুয়াশায় আচ্ছন্ন ম‌নের চারপাশ
তবুও দিন‌শে‌ষে শুক‌রিয়া আদায়
আ‌মি বেশ ভা‌লো আ‌ছি
তু‌মি চঞ্চল, তোমার দ্বারা র‌চি‌বে সব মঙ্গল
কাঁদ‌বে না তু‌মি অ‌তি সহজে
পৃ‌থিবী কর‌বে জয় মহাআন‌ন্দে
তু‌মি সেরা বাবা, তু‌মি সেরা স্বামী
তু‌মি সেরা ভাই এবং ইত্যাদি, ইত্যাদি!
সব‌কিছু‌তে তু‌মি নি‌র্ভীক, দূরন্ত সাহ‌সে অগ্রযাত্রায়
অনন্তকাল ধ‌রে ধরণীর বু‌কে নি‌জে‌কে বিসর্জন
তোমার সমস্ত জীবন উৎস‌র্গ অ‌ন্যের ত‌রে
বেলা শে‌ষে ফাঁকা ঝু‌লি প‌রিপূর্ণ হয়
সক‌লের অনাদর, অব‌হেলায়।
কারণ তু‌মি পুরুষ...‌‌