শূন্যতার ভিতরে রুয়েছি আমি অনেক সারি ক্রন্দন
পর পর তীব্র ব্যাকুলতা, আর্তস্বর--হাহাকার।


মাটির ভেজা-গন্ধে ছড়ানো তার গভীর না-থাকা
অঝোর বর্ষণ দেখেছে কৃষ্ণমেঘের হাত ধরে তাকে
হেঁটে যেতে আরো দূর নিভৃতির দিকে।


স্বপ্নগন্ধা রাত্রি তাই ঘুম ভেঙে জেগে উঠে সারারাত
বসে থাকে একা।


নির্ঘুমতার ভিতরে আমি এঁকে দিয়েছি জল-রঙের ঢেউ
চাঁদের আলোয় ফিরে আসার লাল খোয়া-ওঠা পথ
কুয়াশাকরুণ বাতাসের মুখ, মৌন সুরে একটানা
বিমর্ষ সানাই;


আসে নাই--সে কি আসে নাই?