প্রবল হাওয়ার ধবল পালে
মেঘ কুয়াশার,
এই অবেলায় হলো সময়
তোমার, ফুল ফোটাবার?


বিকেল শেষের উঠোন ব্যেপে
চিলতে রোদের ঝাঁক,
ভালোবাসার রৌদ্ররাগে
দূর দিগন্তের ডাক।


নিরন্ধ্র প্রহর পার হয়ে যাই
অধোবদনের রাতে,
পাথরের নীল ঘুমভাঙা চোখে
সমুদ্র উঠে মেতে।


অধীর আকাশ খুলে রাখে
বুক, তবুও অন্ধকার
মনছায়ে বাজে পাতার বাঁশি
নামাও দৃশ্যের ভার।