মনের বনে রোদের ঝিলিক
রোদের ঝিলিক নীল উঠোনে
উঠোন পোহায় রোদ বিকেলের
বিকেল কেন একলা এলো?


তোমার আসার কথা ছিলো।
কথার বুকে অনেক ব্যথা
ব্যথার সাথে তুমিও ছিলে
কথা কি তবে ফিরিয়ে নিলে?


ফেরাতে চাও? ফেরাও নদী
নদীর মতো নিরবধি
কে কখন ফেরায় কাকে !
ফিরবে যদি আকাশ ডাকে।


আকাশ বড়ো স্বপ্ন দেখায়
স্বপ্নে ঝুম বৃষ্টি নামে-
বৃষ্টি নামে মনের বনে
বৃষ্টি নামে রঙিন খামে


বৃষ্টি নামে বুকের বামে
বৃষ্টি নামে নীল উঠোনে
উঠোনে কার পড়লো ছায়া?
এলে কি শেষে মধ্যযামে !