হে মায়াজাল! রাত্রি মাতাল--উড়ছে কিন্তু টলছে না।
জিভের উপর হৈ হলাহল--পুড়ছে কিন্তু জ্বলছে না।


অন্ধকারের নাভিমূলে উদগীরণের তপ্তরাগ
দুঃসময়ের গলার ভাঁজে বিষাদ রঙের কাটা দাগ।


সর্বসুখের কুর্তা গায়ে পাশ ফিরে শোয় গোঙানি
স্বপ্নদৃশ্যের মর্ম জানে উল্টানো নীল ফুলদানি।


ভয়ের ছায়া রাতদুপুরে খুঁজছ সে কার ঠিকানা?
পায়ের নিচে বইছে মাটি, আকাশ তবু খুলছে না।


সরলরেখা বাঁকিয়ে কোমর ফেনিয়ে তোলে মধ্যরাত
অন্ধকারে গন্ধ-বকুল জাপটে ধরে মৃতের হাত।


উরুর নিচে শয্যা পাতা, ভুরুর নিচে পিতৃশোক
হাত বাড়ালে অগ্নিডানা পা বাড়ালেই হর্ম্যলোক।


পরিতাপের ভূমিখণ্ডে শবের মিছিল দেয় হানা
মানুষ, তোমার চিত্রকল্প তোমার সাথে মিলছে না।