রাত্রি তার বুকপকেট থেকে স্বপ্ন-রঙের ভোর
বের করে আনেনি তখনো,
তার আগেই শবযাত্রার ঢেউ নেমে আসে পথে--
বাতাসের দীর্ঘশ্বাস কাঁটা হয়ে লাগে গায়ে
আকাশ আছড়ে পড়ে মুহূর্মুহূ মৃত্যুর আক্রোশে,
চিলতে আলোর মুখ চ্ছিন্নভিন্ন ঝুলে থাকে
সানশেডের নিচে, কার্ণিশে ও ছাদে,
দৃশ্য জুড়ে দীর্ঘায়িত ধ্বংসের ছায়ায়--


মৃত্যুর কিনারা ছুঁয়ে রক্তনদী বয়
পূর্ব উপকূলে, ভূপাতিত তুমি হে ঈশ্বর হে অমোঘ,
টুকরো হয়ে পড়ে আছো পাখির মতন
হাসপাতালের বেডে--বারান্দায়--ভগ্ন করিডোরে
মুন্ডহাতে কবন্ধ সকাল।


অচঞ্চল জলের ফেনায়, ভূমধ্যসাগর যার চিহ্নও রাখে না।