পঁঞ্চান্ন হাজার পাঁচ'শ আটানব্বই বর্গ মাইল
এক নেতা শেখ মুজিব,ত্রিশ লক্ষ শহীদ
মায়ের চোখের জল,ধর্ষিতার আত্মচিৎকার
বিধবার হা-হুতাশ,লাশের'পর লাশ
শোকের সাগরে জেগে ওঠে চর
মানচিত্রে স্বপ্নের বাংলাদেশ।


এই তো আছি বেশ
খাই ঘুমাই অবসর কাটাই ফেসবুকে
কেবল বেখাপ্পা লাগে যখন দেখি
কানকাটা লোকটার লেজকাটা
সকালের ল্যাংটা ছেলেটার বিকেলে
বাহারি পোষাক,স্ফটিক-স্বচ্ছ পাঞ্জাবি
চকচকে মোটর বাইক,আই ফোন হাতে
জলন্ত সিগারেট,সুখু সুখু টান
নির্লজ্জতায় উন্মুখ বাংলাদেশ।


চেয়ে দেখি সব অনিমেষ
নেতার সন্তান নেতা,তেলবাজ যুবরাজ
সাজানো বাগান চষে তুলসী বনের বাঘ
প্রকাশ্য ঘুষ আজ উপঢৌকন-হাদিয়া
বানরের গলায় মুক্তোর মালা
বিপদ-সঙ্কুল প্রিয় বাংলাদেশ।
জেগে ওঠো হে জাতির পিতা
তোমার উত্তরসূরি বড় একা।