(কোন এক তালাক প্রাপ্তা বোনকে উদ্দেশ্যে করে)


শ্রাবন্তী,
কেন বাঁজাও নিঃসঙ্গ একাকীত্বের
দুঃসহ যন্ত্রণার রাগিণী!
বিবাহ বিচ্ছেদ মানে নয়
জীবনের ছেদ বরং
প্রবাহ কিংবা উৎকর্ষের আগে
একটি খল চরিত্রের শেষ
কাহিনীর বাঁক।
ভুলে যাও অতীতের সব
বাজাও নব জীবনের আগমনী ঢাক
নারী হৃদয়ের স্বচ্ছ-শুভ্র পাথরে
সমাজের কলুষিত-কুৎসিত-কালো দাগ
ঘষে মুছে ফুঁ দিয়ে উড়িয়ে দাও।
ধুকে ধুকে মরার চেয়ে
সংগ্রামের আগুনে পুড়তে শেখো
নতুন একটা জীবন পাবে।