শূন্য দিয়ে শুরু..
     মেলায় শূন্যে...
খা - খা করে চারপাশ..
   ধ্বংসের বিষ বাতাসে..
থমকে থাকা আর নয় যে..
   এবার আঘাত হানার পালা!!
গল্প গুলো থাকবে নীরব..
    হবে না কখনো বলা..
প্রতিবাদের ভাষা তীব্র হলে..
   আক্রমণকারীর মাথায় বাজ...
মুখ বুঝে সবাই চলে বলে..
    শুধুই তাদের রাজ..
একটু খানি এগিয়ে এসে..
     অস্ত্র ধরলে হাতে..
মুখোশ গুলো খুলে যাবে...
    ভন্ডামির সাথে সাথে..
দুর্বল নয় কোনো মানুষই..
    স্বাধীনতা আছে তাদের..
বলতে শুরু করলে পরে..
    বাঁচতে হবে লুকিয়ে লুকিয়ে!!!