তুমি যাবে গো তনয়া পয়োনিধি তীর ঘেঁসে
তবে হস্ত বাড়িয়ে দাও এসে।


ইন্দ্রালয় সুখে ভাসবো দু'জন-
আমি মহিপাল তুমি রাজমহিষী,
চন্দ্রকলা যামিনী কাটাব মধুর ক্ষণ
আমি যে তোমায় অতল ভালবাসি।


মৃত্তিকা কুঁড়েঘর থাকবেনা কোন্দল বিন্দু,
আয়াশ কখনো ছৌঁবেনা দুলালী পাবে সুখ স্বর্গ সিন্ধু।


রেশম কোমল চিকুরে তোমার দেব পাণির পরশ
তুমি চঞ্চল দর্শনেন্দ্রিয়ে দেখবে আমায় নিশাকান্ত বদনী,
বচনে তোমার থাকবে কাব্য রস
অনুকম্পা কর একবার এসো ভালবাসা নির্ঝরিনী।


এসো কান্তা হয়ে বিহঙ্গ মন অন্তরীক্ষ,
নইলে করবে অনুতাপ পুড়বে হৃদয় বৃক্ষ।


কুমুদিনী শর্বর গল্পে করব পার সমাপ্তি
অভিরুচি তোমায় নিয়ে করব নিকেতন,
কল্পলতার পাথারে নাইবো আসবেনা সুপ্তি
সপ্তরঙ্গে সাজাবো ধরণী মনের মতন।


ঋতুরাজের গগনে ধবল মেঘে করে আরোহন
গন্ধবহ অঙ্গে মেখে নক্ষত্র করব বসন।


বিন্যস্ত বাসরে থাকবে ভালোবাসার জলোচ্ছ্বাস
তনয়-তনয়া নিরন্তর অনন্ত ভালবাসায় যুক্ত,
সম্ভাষণ জায়া তোমায় করনা হাহুতাশ
নিয়ম বাঁধা ধরণীতে থাকব বাঁধাহীন মুক্ত।


রচনাঃ ৩০/০৮/২০১৮ খৃষ্টাব্দ। রাতঃ১.৪০ মিনিট।
পটিয়া, চট্রগ্রাম।