দেশটা বুঝি চোরের হাতে,
থামাতে চুরি নাই রে মানা!
ইচ্ছে মতো ই করছে রাতে,
মোদের বুঝি চোখ টি কানা!


চাল চুরি ও গম চুরি তে,
দেখিয়ে দিলো হরেক খেল,
তেলা মাথায় তেল যে দিতে
খাটের তলায় জমায় তেল।


কি পেয়েছিস মদন কাকু?
দেশটা বুঝি তোর একার!
লাইভে এসে পাগলা টা'কু
মার লো বউ ঠিক সীমার।


মারছে কেউ মরছে কেউ,
করছে মিছিল কাটা পায়ে।
করোনা কে করছো হেয় ও
ঘুরছে মৃত্যু নিজের ছায়ে।


নেতার হায়া ছাড় লো কায়া,
চুরি তে নেই শরম তাই!
পুকুরে সে চাল ডুবাইয়া
খাটের তলে তেল লুকাই।


বাঁচবি কিরে এসব করে?
পড়বি ধরা ঠিক সময়ে।
ছাড় দে রবে,ছাড়বে নারে!
মরবি ওরে যাতন সয়ে।


রচনাকাল:-১৬/০৪/২০২০ খ্রিস্টাব্দ।
পুরুত্যাখালী, চকরিয়া,কক্সবাজার।