একলা আমি জেগে আছি সুখে ঘুমাও তুমি
একলা আমি কষ্টে আছি জীবন যেনো মরুভুমি।
সুখে থাকো সুখে রাখো এই ছিলো তোর বুলি
নীতিকথা কোথায় গেলো কেনো গেলি ভুলি।


কারে নিয়ে স্বপ্ন দেখে কারে নিয়ে থাকো?
কার বুকেতে মাথা রেখে এখন কার বুকেতে রাখো?
যে তুমি
আমার সুখে তুমি সুখি আমার দুঃখে দুঃখি
এখন দেখি ছেড়ে আমায় তুমি মহাসুখী


ভাবতে আমার অবাক লাগে কেন এমন হলে?
কার ইশারাই কেন তুমি মন ভাঙ্গিলে ছলে?
ভালোবাসা আমার কাছে প্রাণসম দামী
এই কথাটাই আমি নয় বলতে শুধু তুমি।


তোমায় দেখে স্বাদ মেঠেনা বলতে আমায় তুমি
পাগলামী সব দেখে তোমার হাসতাম শুধু আমি।
এখন তোমার স্বাদ মিঠেছে আমায় লাগে তিতে
নতুন ঘরে নতুন মুখ পারবে কি বুঝিতে?


একলা আমি প্রেম অনলে পুড়ছি অহর্নিশি
একলা তুমি প্রেম সাগরে ভাসো দ্বিবা-নিশি।
একলা আমি দুঃখ নদীর ভাঙ্গা তরীর মাঝি
একলা তুমি সুখের রাণী এখন গেছি বুঝি।


সুখে থাকো সুখি হও তুমি আজীবন
একলা আমি ধুকে ধুকে মরবো আমরন।
বুঝবে তুমি বুঝবে একদিন যে দিন হবে বুঝ,
একলা আমি ছিলাম তখন আছি এখন করে দেখো খুঁজ।


রচনাঃ২৫/১০/২০১৮খৃষ্টাব্দ।
----------------------------------------
চকরিয়া, কক্সবাজার।
বেতারঃ০১৮১৫-৩৬৭৩৩৫