ফাগুন মাসে নব্য ফুলে বিটপী হাসে সুখে,
নব সৃষ্টিতে কবিতার খোঁজে কবি যায় লিখে।


গাছের শাঁখায় নতুন পাতা বাগান ভরা ফুলে,
খোকা খুকির শীতের জামা মা রাখবেন তুলে।


কৃষক ব্যস্ত নতুন সবজি আনতে হবে ঘরে,
সেচের পানি নষ্ট করবে নইলে ফসল পরে।


আম্র মুকুল গাছের ডগায়,ফুটে হরেক ফুল,
ঋতুরাজের আগমনে,খুশির স্রোতে ভাসে পক্ষীকূল।


লাল পাটেরই শাঁড়ী পরে খোঁপায় গুজে পলাশ,
খুশির নাচন নাচে খুকি তবুও মিটছেনা তার আশ।


হিজল বনে ঢাকছে কোকিল কুহু কুহু সুরে,
কাকের বাসায় ডিম পাড়বে সুযোগ খোঁজে  ঘুরে।


ভ্রমর ছুটে মধুর টানে ফুল বাগিচার  কোণে,
ফুল চাষিদের সুখের হাসি দেখছি আনমনে।


হরেক ফুলের বরণডালা,সাঁজিয়ে ফাগুনের প্রভাতে,
ঋতুরাজকে করি বরণ, বেলী জবা গাঁদা টগর থাকে হাতে হাতে।


ফাগুন এলো আগুন নিয়ে কৃষ্ণচুড়ার ডালে,
কিচিরমিচির পাখি ঢাকে বসন্তের সকালে।


রচনাকালঃ১৩-০২-২০১৯ সাল
পেকুয়া, কক্সবাজার।
---------------------------------------------------------