নির্বাচনের উত্তাপে পুড়ছে মানুষ পুড়ছে দেশ,
মুখে মুখে সুখের বুলি ঘুরছে জাতী ঘুরছে বেশ।
দ্রব্যমূল্যে পুড়ছে বাজার পুড়ছে গরীব অনায়াস,
ক্ষুদার জ্বালায় পথ শিশু কাঁদে নিত্য সয়ে আয়াস।


সুখের বুলি নীতির কথা শুনতে কারও নাই মানা,
হীরে তোমার হাতেই আছে দিবেন কারে নাই জানা?
শুন বলি দিবেন তাকে সুখে রাখবেন যে তোমাকে,
ডাকলে পাশে পাবেন যারে সোনার চাবি দিবেন তাকে।


শীতের চাপে কাঁপছে দেশ কাঁপছে ছিন্নমূল অনেক
শীতের জামা নেতার গায়ে কাঁপছে দরিদ্র শতেক।
কতো স্বপ্ন কতো আশা এখন তোমায় দেখাবে,
সোনার কাঠি নেওয়ার পরে তোমায় আঙ্গুল চোষাবে।


আঙ্গুল চোষার দিনতো শেষ জাগো এবার জনতা,
বিবেক তোমার কাজে লাগাও কাজে লাগাও মাথা।
পিতার কাঁদে পুত্রের লাশ চাইনা জাতী বারংবার,
মায়ের স্বপ্ন করতে ভঙ্গ চাইনা জাতী আরেক বার।


আমার আমি আমিকেই চিনি আমার আছে আমানত,
খোদাতায়ালার পবিত্র জিনিস তোমার কাছে জামানত।
যোগ্য প্রার্থী দেখে ওহে দিও তোমার গুপ্তধন,
নাহলে গো পাঁচটি বছর সইতে হবে হুতাশন।


রচনাঃ ২৪/১২/২০১৮ খৃীষ্টাব্দ।
---------------------------------------------
পটিয়া,চট্রগ্রাম।